সুখের সংসারে জ্বলবে আগুন
– লক্ষ্মণ ভাণ্ডারী
সুখের সংসারে জ্বলবে আগুন
অশান্তির ঝড় যদি আসে।
আজকের মীরজাফর প্রতি ঘরে
খল খল অট্ট-হাসি হাসে।
শুনতে পাই আজও সিরাজের কান্না
ভেসে আসে আকাশে বাতাসে,
সাজানো সংসার জ্বলে হয় ছারখার
মা বোনেরা আঁখিজলে ভাসে।
মরে নি রাবণ আজও বেঁচে আছে
আজও হতেছে সীতা হরণ,
কলির দুঃশাসন সজোরে নেয় কেড়ে
মা বোনেদের অঙ্গের বসন।
কান পেতে শুনি কাঁদে পশুপাখি
তাঁদেরই করুণ আর্তনাদে,
সতীত্ব হারায়ে বঙ্গের ললনারা
আজও পথে পথে কাঁদে।
মেতেছে পৃথিবী হত্যা জিঘাংসায়
মানুষের কাঁদে না তো মন,
হত্যায় রঞ্জিত বসুন্ধরার ধূলিতে
যায় শোনা বুকফাটা ক্রন্দন।
মুছে নাও আঁখিজল এসেছে সময়
জেগে ওঠো বঙ্গের নারী,
আগুন জ্বলুক দুচোখে তোমার
শক্ত হাতে ধরো তরবারি।
কাঁপুক বসুধা হুংকারেতে তব
এসো আজ বধিতে মহিষাসুর,
রণ হুংকারে কাঁপিয়ে ধরিত্রীরে
তাদের দুঃখ ব্যথা করো দূর।
সবুজের প্রান্তরে রক্তাক্ত ধরাতল
জমেছে তাজা রক্ত দূর্বা ঘাসে,
প্রতি ঘরে ঘরে জ্বলছে দাবানল
মীরজাফরের দল আজও হাসে।
সুখের সংসারে জ্বলবে আগুন
অশান্তির ঝড় যদি আসে।
আজকের মীরজাফর প্রতি ঘরে
খল খল অট্ট-হাসি হাসে।