এসেছে ফাগুন (গীতি কবিতা)
– লক্ষ্মণ ভাণ্ডারী
এসেছে ফাগুন ভাই এসেছে ফাগুন,
মনে মনে রং লাগে হৃদয়ে আগুন।
কোকিলের কুহুতানে
প্রভাত পাখির গানে
নতুন প্রভাত আনে এসেছে ফাগুন।
ধেয়ে আসে অলিদল করে গুনগুন।
ওরে মন………
এসেছে ফাগুন ভাই এসেছে ফাগুন।
ফাগুন এসেছে ভাই শীত আর নাই,
ফুটেছে হরেক ফুল ফুল বাগিচায়।
অজয়ের দুই কূলে
বন পলাশের ফুলে
ভাটিয়ালি সুর তুলে, মাঝি খেয়া বায়।
পালতোলা তরীখানি জলে ভেসে যায়।
এসেছে ফাগুন ভাই এসেছে ফাগুন।
দূর হতে আসে ভেসে রাখালিয়া ধূন।
মনে মনে রং লাগে
হৃদয়ে পুলক জাগে
ফোটে ফুল ফুলবাগে উঠেছে অরুণ।
এসেছে ফাগুন ভাই এসেছে ফাগুন।
ওরে মন………
এসেছে ফাগুন ভাই এসেছে ফাগুন।