মশা
লেখাঃ অনিক শিকদার
ট্রাকে বয়ে আবর্জনা সব
শহর থেকে দূরে কোথাও নির্জনে ফেলে আসে।
ক্ষণস্থায়ী মশার উৎপাত
ক্রমশই শহরের দিকে দৌড়ে-ধাইয়ে চলে আসে।
নানান রকম মশা,
ভয়ানক সব ভাইরাস বহন করে!
লোকালয় থেকে লোকালয় কিংবা কবর পাশে।
ময়লার ভোটে জন্মে
তারা বাঁচেই মোটে ক’দিন?
চামড়ার খাটে শুয়ে
ফোটিয়ে দেয় আলপিন।
তাজা রক্ত শুষে নেই, ছলে বলে অনায়াসে।
আমি গরীব বলে
থাকি ঝোপঝাড় বস্তিঘরে।
মশাও কি গো গরীব?
তবে কেন আমার ভাঙা ঘরে?
নির্বাক মশারি খানা মুচকি মুচকি হাসে।
ওহে! মোর ভাই সকলে।
দেখ গণতন্ত্রের বেহাল দশা!
আমি গরীব দাস হয়ে রই,
সরকার হয়ে যায় মশা।
জীবাণুবাহী কামড়ে গায়ে ডেঙ্গুজ্বর আসে।
১১ ফাল্গুন ১৪২৪
নারায়ণগঞ্জ