মায়ের স্নেহ

মায়ের স্নেহ ।।। শফিক তপন

বাংলাদেশের মাগো তুমি
বুকটা তোমার ভালোবাসায় ভরা,
তোমার দেহ মন ও প্রাণটা
আদর সোহাগ মায়া মমতায় গড়া ।

মা বাবা কত বড় আপন
তাঁদের কাছে আমি থাকি যতক্ষণ,
জড়িয়ে থাকতে মন চায়
আনন্দে ভরে থাকে এ দেহ ও মন ।

যখন মা ও বাবাকে ছেড়ে
আমি যাই চলে যাই দূরে বহু দূরে,
তাঁদের জন্য অন্তর কাঁদে
দেহ ও মনটা মরে যায় জ্বলে পুড়ে ।

মনটা ছুটে তাঁদের কাছে
তাঁরা যে আমার বড় আপন জন,
মায়ের স্নেহ বাবার আদর
আমায় সযত্নে রাখে ঘিরে সর্বক্ষণ ।
————
২০শে ফেব্রুয়ারি, ২০১৮ ইং

0.00 avg. rating (0% score) - 0 votes