মায়ের হাসি মুখ
——————
বাবা আর
মাকেও আসলাম ছেড়ে;
মনে হলে
বুকের ব্যাথা যায় বেড়ে ।
মাকে মোর
পড়ে মনে শুধু বারবার,
ইচ্ছে করে
ছুঁতে স্নেহের হাতটি তাঁর ।
মাযে মোর
কত মিষ্টি কতযে সুন্দর,
স্নেহ মায়া
মমতা ভরা তাঁর অন্তর ।
মনে পড়ে
যবে তাঁর হাসিমাখা মুখ,
পাই সুখ
ঘুচে যায় মোর সব দুখ ।
—————
শফিক তপন
১৭ই ফেব্রুয়ারি ২০১৮
মায়ায় ভরা অন্তর মায়ের স্নেহে ভরা মন,
মায়ের মত এ দুনিয়ায় কেউ নাই আপন।
সুন্দর উপস্থাপনা। প্রিয়কবিকে অভিনন্দন জানাই।
আপনাকে জানাই আমি অসংখ্য ধন্যবাদ,
অনেক চমৎকার আপনার কবিতার স্বাদ ।
সুন্দর একটি মন্তব্য । প্রিয় কবিকে অভিনন্দন জানাই ।