জোছনা ঝরা রাত

জোছনা ঝরা রাত

– লক্ষ্মণ ভাণ্ডারী

 

আকাশ জুড়ে                তারার মেলা

চাঁদ উঠেছে ওই,

চাঁদের দিকে                তাকিয়ে থেকে

নয়ন মেলে রই।

 

আঁধার রাতে                চাঁদ উঠেছে

পাহাড়চূড়ো ঘেঁষে,

ভুবন ভরা                 আলোর খেলা

জোছনা ঝরে হেসে।

 

মাটির ঘরে                ঘেরা উঠোনে

মাদুর পেতে ভুঁয়ে,

ছোট শিশুটি                মায়ের কাছে

পাশেই আছে শুয়ে।

 

বাঁশ বাগানে                মুরগীগুলো

বেড়ায় ঘুরে ঘুরে,

মহুল বনে                  মাদল বাজে

বাঁশির সুরে সুরে।

 

নদীর ঘাটে                 বালির চরে

জোছনা খেলা করে,

অজয় নদী                 আপন মনে

বয়ে চলে মন্থরে।

 

পূব আকাশে               ফুটলো আলো

হয়ে এলো প্রভাত,

মনের কোণে               হারিয়ে যায়

জোছনা ঝরা রাত।

0.00 avg. rating (0% score) - 0 votes