সত্যিকারের ভালবাসা গোলাপ দিয়ে কেনা যায় না। এর জন্য চাই সত্যিকারের মন। দুটি মন এক হলেই তবে ভালবাসী চিরস্থায়ী হয়ে রয়।
বিশ্ব ভালবাসা দিবসে আমার কবিতা।
গোলাপ দিয়ে কেনা ভালবাসা
– লক্ষ্মণ ভাণ্ডারী
প্রেমের গোলাপ যদি দেয় প্রিয়জনে,
বিনিময়ে হৃদয়ের ভালবাসা কেনে।
গোলাপের বিনিময়ে হয় ভালবাসা,
মনে জাগে নব প্রেম নব নব আশা।
ভালবাসা দিবসে গোলাপ বিনিময়,
অভিন্ন হৃদয় দুটি এক হয়ে রয়।
গোলাপের ভালবাসা চিরস্থায়ী হয়,
লাগে ভাল তাই সবে ভালবাসা কয়।
ভালবাসা বাজারেতে হৃদয় বিক্রয়,
কাঁটাযুক্ত গোলাপের বিদীর্ণ হৃদয়।
ভালবাসা কাঁটা হয়ে যদি বিঁধে যায়,
আত্মহত্যা ছাড়া আর অন্য পথ নাই।
কাঁটা ভাবি চিন্তা সবে কর অকারণ,
গোলাপ বিহীনে ব্যর্থ মানব জীবন।
গোলাপের গায়ে কাঁটা সুগন্ধ ছড়ায়,
লিখিল লক্ষ্মণ কবি তার কবিতায়।