শূন্যতল

শূন্যতল
লেখাঃ অনিক শিকদার

তাকে ভুলতে চেয়েই যদি থাক
তবে স্বপনে কেন ছবি আঁক?
তার দুটি আঁখিপাতা মিলিছে হায়,
তবুও কোন মনে ব্যথা নাই।
যেন মাঘফাল্গুন মোহনায়
ঝরাপাতা ঝরে নির্দ্বিধায়,
কিংবা তার আকুতি মিশে যায়
ক্লান্তিকর স্তব্ধ অজানায়।

ভুলে ভুলে ঘুমিয়ে পরে আঁখিদুটি,
কাননকুসুম মাটিতে লুটোপুটি,
বিষুবপ্রদেশ ঘিরে বেদনার্ত কান্না,
তবুও তারে খুঁজিতে মানা।
প্রজাপতির পাখাদুটো ভেঙেছিল,
কেন তবুও শূন্যপথে উড়েছিল?
মেঘকাব্য ছিল চির অচেনা,
সে ভেদ জানিবার মানা!

তার তরে সব কান্না বিফল
মেঘনার কিনারা ভরা জল,
বুকের ভেতরবাড়ি জোড়ে
করুণ শূন্যতল অচল।

২৯ মাঘ ১৪২৪
নারায়ণগঞ্জ

0.00 avg. rating (0% score) - 0 votes