তোমার অপেক্ষায়

তোমার অপেক্ষায়
লেখাঃ অনিক শিকদার

তোমার অপেক্ষায় যদি কোন একদিন
এই ক্ষুদ্র আমি লীন হয়ে যাই,
তবে কি আমাকে খুঁজবে?
যদি ভুল করে খুঁজতে আসো…
তবে এসো, তুমি এসো,
আমি কাশবনের শুভ্রবসন পরে
সবুজের মাঝে মিলিয়ে থাকব
কোন এক মরা নদীর পাড়ে।
তোমার নৌকোর ছেঁড়া তৈলাক্ত কেশ-পাল,
কুমারী কুসুমে যেন ভাঁজ পরা তুলতুলে গাল।
একবার কোন চোখ দেখলে_
গোপনে সাধিতে চায়;
সব বাঁধা ভুলে হায়।
একি তোলপাড়!
তুমি কিভাবে বুঝবে?
তোমার অপেক্ষায় যদি কোন একদিন
এই ক্ষুদ্র আমি লীন হয়ে যাই,
তবে কি আমাকে খুঁজবে?

৩০ মাঘ ১৪২৪
নারায়ণগঞ্জ

0.00 avg. rating (0% score) - 0 votes

One thought on “তোমার অপেক্ষায়

Comments are closed.