আজ সারা বিশ্বজুড়ে পালিত হচ্ছে আলিঙ্গন দিবস। এই পূণ্য লগ্নে আজ আমাদের 22তম বিবাহ বার্ষিকী। এক অভিনব মনোভাবনা সুবাসিত ভালবাসার পরশে সবাকার জীবন আলোকময় হয়ে উঠুক। সব পরিবারেই আসুক সুখ-সমৃদ্ধি।
সেই নতুন ভাবনায় লেখা আমার কবিতা।
আলিঙ্গন দিবসের কবিতা
– লক্ষ্মণ ভাণ্ডারী
বসন্তে আজ রং ছড়ালো
মনের আঙিনায়,
আলিঙ্গনের দিবসে আজ
মন তোমারে চায়।
বন্ধ মনের দুয়ার খুলে
দেখি দু’চোখ ভরে,
হদয় তব রয়েছে খোলা
চিরদিনের তরে।
শুভেচ্ছা প্রীতি ভালবাসায়
ভরিয়ে দেবো মন,
রক্ত গোলাপ দিয়ে তোমায়
নেবো করে আপন।
আজকে জানি ধরণীতলে
ভালবাসার খেলা,
তোমায় নিয়ে কাটবে বন্ধু
আজকে সারাবেলা।
কবি হৃদয়ে পরশ দিয়ে
আপন করে নিও,
যতন করে রক্ত গোলাপ
হৃদয়ে রেখে দিও।
প্রেমিক কবি কবিতাপ্রেমী
এই ধরণীর তলে,
কবির প্রেমে কবিতা আজ
হৃদয়ের কথা বলে।
সিঁদুর রাঙা ভালবাসা
(22 তম বিবাহ বার্ষিকী নিয়ে কবিতা)
– লক্ষ্মণ ভাণ্ডারী
সিঁদুর রাঙা ভালবাসার
দিনটি মনে রাখি,
আজ মোদের বাইশতম
বিবাহের বার্ষিকী।
স্মৃতি পাতায় বাজে সানাই
মনের আঙিনায়,
সেদিন ছিল বিয়ের লগ্ন
আজকে লগ্ন নাই।
সেদিন ছিল খুশিতে ভরা
ভুবন আলোময়,
স্মৃতিতে ভরা দিনটি আজ
স্মৃতিপটে অক্ষয়।
সেজেছিলাম সেদিন আমি
বরের নব সাজে,
স্মৃতিতে ঘেরা দিনটি আজ
জাগে মনের মাঝে।
টোপর মাথে সেদিন রাতে
সাথীরে প্রথম দেখা
প্রিয়ার চোখে প্রথম দেখা
হৃদয়ে আছে লেখা।
আজ কর্মব্যস্ততায় কবিতা অসম্পূর্ণ থেকে গেল।
শেষাংশ আগামীকাল প্রকাশ দেব। সবাইকে জানাই
আলিঙ্গন দিবসের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা।
আংশিক প্রকাশের জন্য দুঃখিত।