জাগো হে

☆☆জাগো হে☆☆
-পবিত্র রায়

জাগো হে তোমরা জাগো জাগো,
ভবিষ্যৎ ধরাকে মোরাই তৈরী করিব ৷
জাগো হে তোমরা নব যাত্রীগণ,
সুন্দর ধরা তৈরী করিব করহে পণ ৷
ধরাতে রহিয়াছে যত ধুলিকনা,
তাহাই মোরা তুচ্ছ বলিবনা করিয়া তুলিব সোনা ৷
জাগো হে যত ভেদ বিভেদ গ্লানি ছাড়িয়া,
জাগিবে যতই যাইবে ততই ধরার আয়ু বাড়িয়া ৷
জাগো হে তোমরা যাও এগিয়ে নতুনত্বের পানে,
বলিব আমি ইহাই মোদের বাঁচিবার মানে ৷
তোমরা শিক্ষা নাও হে ভুল থাকিয়া,
সুন্দর ধরা দাও হে আঁকিয়া ৷
জাগো হে,এবার সকল দুঃখ দৈন্য ভোলো,
কষ্টের ধরাকে সুখের করিয়া তোলো ৷
যাহার যা কর্ম ছাত্রদের পড়া ৷
তাহলেই হইবে মোদের সুখময় বসুন্ধরা ৷

তাং-14.02.2017 ইং

0.00 avg. rating (0% score) - 0 votes