আজকের সমাজ
—–পবিত্র রায়—-
শুনেছি দাদুর কাছে
ছড়া গল্পের মত
তার জীবনকাল কথা যত,
ছিলনা তো কোন হিংসা দ্বিদেশ
কারোর সাথে
ভাল করেই দিন যেত কেটে,
কিন্তু আজকের সমাজ
জানিনা কেন? হলো এমন ভাই
নিজ স্বার্থে-পরের ক্ষতি করছে সবাই,
পরের জীবন সুখ, দেখে যেন!
নিজের গা ওঠে জ্বলে‚
অন্তরে বিষ রেখে সবাই
মধু মিষ্টি কথা বলে,
লোভে পাপ‚পাপেই মৃত্যু!
কয়জনেই তা মানে‚
শুধু পরের ক্ষতি করে সবাই
বড় হতে জানে,
বড়দের কথা আজ কয়জনে শোনে
নিজের অজ্ঞানতায়
নিজেকে বড় জ্ঞানী ভাবে
সত্যের চেয়ে মিথ্যা সবাই
অনেক বেশী বলে,
আপন মর্জিতে সবাই
নিজের জীবন গড়ে,
নিজের স্বার্থে-পরের ক্ষতি
করছে ছলে বলে
আজ সমাজ থেকে উঠে গেছে
দয়া ভয় ভীতি লাজ‚
ধংস হতে চলছে
আজকের এই সমাজ।
তাং: ৪ ফেব্রুয়ারী ২০১৮ ইং