অজয়ের নদীচরে

অজয়ের নদীচরে

– লক্ষ্মণ ভাণ্ডারী

অজয়ের নদীচরে সোনা রোদ হাসে,

খেয়াঘাটে তরীখানি নদীজলে ভাসে।

এগাঁয়ের সোনামাঝি বৈঠা বেয়ে যায়,

শক্ত করে ধরে হাল ভাটিয়ালি গায়।

 

সোনারোদে চিকচিক করে বালিয়াড়ি,

দুই কূলে উঁচু গ্রাম নীচু তার পাড়ি।

নদীপাড়ে গাছেগাছে পাখি গীত গায়,

নীল আকাশের গায় চিল উড়ে যায়।

 

নদীঘাটে ছেলেমেয়ে কোলাহল করে,

বধূরা নাইতে আসে রাঙাশাড়ি পরে।

কলসীতে জল ভরি, কেহ ঘরে যায়,

সাদা বক নদী বাঁকে মাছ ধরে খায়।

 

বেলা বাড়ে ধীরে ধীরে সূর্য অস্তাচলে,

পশ্চিমেতে লাল হয়ে শেষে পড়ে ঢলে।

দিবসের শেষে হেরি আলোক লুকায়,

চাঁদ ওঠে তারা ফোটে আকাশের গায়।

0.00 avg. rating (0% score) - 0 votes