গাঁয়ে আছে ভালবাসা
– লক্ষ্মণ ভাণ্ডারী
গাঁয়ে আছে ভালবাসা, আছে স্নেহছায়া,
ভুলিতে পারি না কভু এ মাটির মায়া।
মাটির কুটির ঘর রাঙা পথ বাঁকে,
দুইধারে ধান খেতে টিয়াপাখি ডাকে।
কোথাও বা বটগাছ শাল ও পিয়াল,
সারিসারি তালগাছে ধরে আছে তাল।
বাঁশগাছ জামগাছ কলার বাগান,
আমকাঁঠালের শাখে কোকিলের গান।
চণ্ডীতলা আটচালা আছে এই গাঁয়ে,
অজয়ের চর হেরি সীমানার বাঁয়ে।
নদীঘাটে তরী এসে লাগে কিনারায়,
যাত্রীসব লয়ে বোঝা পার হয়ে যায়।
রাখালিয়া সুরে বাজে রাখালের বাঁশি,
মাটির মা আমার গাঁ মাকে ভালবাসি।