ভালোবাসার খুঁজে
লেখাঃ অনিক শিকদার
আমি একটা ভালোবাসার কথা জানি।
তবে সেটা নাকি দেহের গণ্ডী পেরিয়ে,
অন্য কোন অদেখা সুখের তরে অকাতরে
প্রাণ বিলিয়ে দেওয়ার নামান্তর মাত্র।
তুই নিতে আসবি সেই ভালোবাসা?
শীতের সকালে খেজুরের রসের সাথে মিলিয়ে
দেবো সেই ভালোবাসা। তুই তৃষ্ণার্ত হৃদয়ে
সিক্তপ্রায় হয়ে পান করবি?
ভালোবাসি তোকে তোর মতো করে।
তুই দূর্বা আমি একবিন্দু শিশির মাত্র।
সেই ভালোবাসার খুঁজে কেউ আসবেনা জানি।
তবুও মনে মনে লালন করে যাই,
খুঁজে যাই আরো গভীরে,
ঝিনুকতুল্য হৃদয়ের ভাঁজে ভাঁজে।
তুমি আসবে কি ঢেউ হয়ে?
আমাকে ভাসিয়ে নিয়ে
তোমাতে মিশিয়ে রাখবে চিরতরে।
ভালো তো অনেকেই বাসে, তাই না?
দেহের বাহিরে কে খুঁজে?
৯ জানুয়ারি ২০১৮
নারায়ণগঞ্জ