আজ বাদল দিনে ।।। শফিক তপন
——————-
আজি বাদল দিনে
যেন আকাশ ভেঙে বৃষ্টি পড়ে,
রিমঝিম বর্ষা ঝরে
ঘর থেকে আজ কেইবা নড়ে ?
মুরগীর ঝোল দিয়ে
ভূণা খীচুরী খেয়ে পেটটি ভরে,
কোন কিছু নাভেবে
সোজা ঢুকি ঐ কাঁথার ভিতরে ।
গানেগানে হল বেলা
ঘুম কি আসে আমার একেলা,
ঘুমের ঘোরে স্বপনে
তোমায় নিয়ে কাটে সারাবেলা ।
আজি বাদল দিনে
তোমায় ভাবি আমি ক্ষণেক্ষণে,
বৃষ্টি পড়ে অবিরাম
তোমার প্রেমে ভিজি মনেমনে ।