প্রভাত হাওয়া বয়
– লক্ষ্মণ ভাণ্ডারী।
আকাশ পারে পূবের কোণে
লাল সূর্য রোজ ওঠে।
ফুল বাগানে ফুলের কলি
একে একে সব ফোটে।
ফুলের বনে মধু আহরণে
ছুটে আসে মধুকর,
ফুলের গন্ধে মাতাল হয়ে
গুঞ্জরি আসে ভ্রমর।
দিঘির জলে শালুক ফোটে
ফোটে শত শতদল,
তরুর শাখে পাখিরা ডাকে
করে কত কোলাহল।
অজয় ঘাটে নদীর তটে
যাত্রী আসে দলেদলে,
গাঁয়ের মাঝি ভাসায় আজি
তরণী নদীর জলে।
ঝোপের আড়ে ডাহুক ডাকে
কাঁকন তলার মাঠে,
কলসী কাঁখে গাঁয়ের বধূ
জল নিতে আসে ঘাটে।
প্রভাতে রবি ছড়ায় কিরণ
ভুবন আলোক-ময়,
নদীর কূলে স্নিগ্ধ শীতল
প্রভাত হাওয়া বয়।