গাঁয়ের মাটিতে গাছের ছায়ায়
– লক্ষ্মণ ভাণ্ডারী
গাঁয়ের মাটিতে গাছের ছায়ায়
সকলেই করে বাস।
গাঁয়ের চাষীরা সকাল হলেই
মাঠে মাঠে করে চাষ।
গাঁয়ের রাখাল নিয়ে গরুপাল
বাঁশি হাতে মাঠে যায়,
বাঁশের বাঁশি বাজায় বসে
সবুজ বটের ছায়।
গাছের ডালে পাখিরা সব
কিচির মিচির করে,
ফুলের বনে ফুল ফুটেছে
সৌরভে বাতাস ভরে।
অজয় নদীর ঘাটের কাছে
যাত্রীদল আসে ধেয়ে,
অজয় নদীর ওই পারেতে
নাও নিয়ে যায় নেয়ে।
নদীর চরে জলের ধারে
বসে বলাকা ধবল,
নদীর ঘাটে সাঁতার কাটে
পাড়ার মেয়ের দল।
সূদূর গগনে শঙ্খ-চিলেরা
পাখা মেলে চলে উড়ে,
আলোক লুকায় দিবসের শেষে
সন্ধ্যা নামে ধীরে ধীরে।