আমার গাঁয়ে গাছের ছায়ে
– লক্ষ্মণ ভাণ্ডারী
আমার গাঁয়ে গাছের ছায়ে
ছোট ছোট ঘর বাড়ি,
রাঙা রাস্তায় ঐ দেখা যায়
তাল খেজুরের সারি।
তরুর শাখে পাখিরা ডাকে
প্রভাত পাখির গান,
গাঁয়ের পাশে অজয় বহে
শুনি তার কলতান।
মাঠের পরে বাছুরী চরে
রাঙী গায় ডাকে তারে,
শাল পিয়াল অশ্বত্থ বট
রাঙা ঐ রাস্তার ধারে।
দিঘির জলে কমল ফোটে
ভ্রমরে গুঞ্জন করে,
গাঁয়ের টানে মাটির ঘ্রাণে
জাগে পুলক অন্তরে।
গাঁয়ের মাটি বসত বাড়ি
আমার আপন ঘর,
মাটির ঘরে থাকি সকলে
মিলেমিশে পরস্পর।