এক সরোবরে দুটি শতদল

বাংলা কবিতা আসরের উদীয়মান দুই প্রবীণ স্বনামধন্য মহান কবি,

কবিশ্রী সুমিত্র দত্তরায় মহাশয় ও কবিশ্রী খলিলুর রহমান মহাশয়

কবিদ্বয়কে একই সাথে উত্সর্গীকৃত আমার কবিতা।

 

বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের

“একই বৃন্তে দুটি কুসুম” –এর ভিন্ন আঙ্গিকে

প্রিয়কবির শব্দরাশির সম্ভার নিয়ে প্রকাশিত আমার কবিতা।

 

এক সরোবরে দুটি শতদল

(কাব্যশ্রী কবি-সম্মান)

– লক্ষ্মণ ভাণ্ডারী

 

একই বৃন্তে ফোঁটা দুইটি কুসুম হিন্দু আর মুসলমান,

কবিশ্রী সুমিত্র দত্তরায় অন্য কবিশ্রী খলিলুর রহমান।

দুটি কবি মন এক হয়ে যখন ভালোবাসে পরস্পরে,

কবিতা আসরে আপন পাতায় লিখেন দুই কবিবরে।

কবিতার আসরে উচ্চে সবার আছে লেখা দুটি নাম,

একই বৃন্তে ফোঁটা দুটি কুসুম ……

 

এক কবি যখন মন্দিরে বসে, ভগবানের পূজা করে,

অন্যে তখন খোদার নাম নিয়ে মসজিদে নমাজ পড়ে।

প্রার্থনা আর আজানের সুরে গাহিল দোঁহে ধর্মের গান,

এক সরোবরে দুটি শতদল, এক হল আজি দুটি প্রাণ।

একই বৃন্তে ফোঁটা দুটি কুসুম ……

 

এককবি থাকেন এদেশে, অন্যকবি থাকেন বিদেশে,

দুইটি কবি মন মিলে অনুক্ষণ কবিতার পাতায় এসে।

দুটি হৃদয় এক সুত্রে বাঁধা জন্মস্থান ভিন্ন ভিন্ন ধাম,

দুই কবিরে সতত মোরা, জানাই শত সহস্র প্রণাম।

একই বৃন্তে ফোঁটা দুটি কুসুম ……

 

 

শ্রদ্ধা অর্ঘ স্বহস্তে ধরে মোরা কবিগণ সব এক হয়ে,

এক হউক দুটি কবি মন একই সুর বাজুক হৃদয়ে।

দুই কবিবর বয়সে প্রবীণ মহাজ্ঞানী আর প্রজ্ঞাবান,

দুই কবিবরে দানিলাম আজি “কাব্যশ্রী” কবি-সম্মান।

একই বৃন্তে ফোঁটা দুটি কুসুম ……

 

ধর্মে দুজন আলাদা হলেও একই রক্ত সদা বহমান,

দুই কবিরে সতত মোরা করিব সদা শ্রদ্ধা ও সম্মান।

ভারত অষ্ট্রেলিয়া দূরে হলেও একই বিশ্বের অবস্থান,

মোরা কবিগণ সবে এক হয়ে গাহিব কবির জয়গান।

একই বৃন্তে ফোঁটা দুটি কুসুম ……

 

একই বৃন্তে ফোঁটা দুইটি কুসুম হিন্দু আর মুসলমান,

কবিশ্রী সুমিত্র দত্তরায় অন্য কবিশ্রী খলিলুর রহমান।

0.00 avg. rating (0% score) - 0 votes