রব নাকো চিরদিন

রব নাকো চিরদিন

  • লক্ষ্মণ ভাণ্ডারী

 

অন্তর বিশুদ্ধ করি, শুদ্ধ করি মন,

ঈশ্বরেতে দেহ মন কর সমর্পণ।

অগতির গতি যিনি সর্ব-শক্তিমান,

ভক্তিভরে কর তাঁর চরণে প্রণাম।

 

সময়ে ঘড়ির কাঁটা বাজিবে যেদিন,

চলে যাব শোধ করে এমাটির ঋণ।

বন্ধ হবে না জানি বিহগের কাকলি,

নবরূপে ফুল হয়ে ফোটে সব কলি।

 

রব নাকো চিরদিন, চলে যাবো শেষে,

আবার আসিব আমি কবি ভালবেসে।

বন্ধ হবে না সেদিন কবিতা আসর,

কবিতার মাঝে রব, হব যে অক্ষর।

 

সুমধুর ছন্দে ছন্দে লিখিলেন কবি

লেখনীতে উদ্ভাসিত হেরি তব ছবি।

দীনের প্রণাম লহ, সতত হে ঈশ্বর!

হৃদয়ে রাখিব সদা মাগি এই বর।

 

ঈশ্বর শরণাগত শ্রী কবি লক্ষ্মণ,

কবিতা লিখেন কবি গাহে সর্বজন।

0.00 avg. rating (0% score) - 0 votes