মন্দিরেতে দেবতা নাই
– লক্ষ্মণ ভাণ্ডারী
মন্দিরেতে দেবতা নাই,
কেন যাস ওরে সেথায়,
মন্দিরেতে নাই রে ভগবান।
সকল মানুষের মাঝে,
ভগবান সদা বিরাজে,
সবার অন্তরে তাঁরই অধিষ্ঠান।
মানুষেরে যে ঘৃণা করে,
থাকিস কেন দূরে ওরে,
মানুষকে তুই চিনলি নারে মন,
মানুষকেই ভালোবেসে
দাঁড়াস যদি পাশে এসে,
তবেই ভক্তের ভগবান তুষ্ট হন।
দেখিস না কি দূরে ওরে,
কাঁদছে যারা পথের পরে
দিবানিশি যারা অনশনে রয়,
দেবতা নয় মাটির পুতুল
পূজা করে করিস না ভুল
মানব সেবাই শ্রেষ্ঠপূজা হয়।
মানুষে মানুষে ভালোবাসা,
বাঁধে অন্তরে প্রীতির বাসা,
প্রীতির বন্ধনে বাঁধতে যদি পারো,
মানুষকে যদি ভালোবাসো
পার তাদেরই দুঃখ নাশো
ঘরে তাদের অন্ন নাইকো কারো,
মানব ধর্ম সেরা ধর্ম
কর্ম মাঝে আছে ধর্ম
এই বসুধায় জন্মে পূণ্য-কর্ম করো।
জীবের মাঝে শিব সেবা,
তাই জেনো মানব সেবা
মানব কল্যাণে দেশকে এবার গড়ো।