পৌষ সংক্রান্তি

পৌষ সংক্রান্তি

       – লক্ষ্মণ ভাণ্ডারী

পৌষ সংক্রান্তি গাঁয়ে মহা ধূম পড়ে,
সবাকার ঘরে ঘরে গুড় পিঠে গড়ে।
চাল গুঁড়ি ডাল বিরি সমানে মিশিয়ে,
সরু চুকুলির পিঠে খায় গুড় দিয়ে।
নারিকেল তিল গুড় দুধ চাঁছি আর,
বাটি পিঠে দুধ পুলি হরেক প্রকার।
ধন্য ধন্য পল্লীগ্রাম পিঠের বাহার,
দিনে রাতে খায় পিঠে উত্তম আহার।
নারিকেল তিল গুড় নানা উপাচার,
সব কিছু দিয়ে পিঠে যতেক প্রকার।
পিঠে পুলি উত্সবে হাস্য-কলরবে,
ঘরে ঘরে মহানন্দে পিঠে খায় সবে।
পিঠে পুলি উত্সবে ভারি ধূম হয়,
পিঠে খেলে পেটে সয় সর্বজনে কয়।

0.00 avg. rating (0% score) - 0 votes