বর্ণের খুঁজে
লেখাঃ অনিক শিকদার
অকৃপণ এক বিকেলের কাছে
কিংবা সুনীল আকাশের প্রতিটা তাকেতাকে
অথবা জীবন নামের কূপে খুঁজেছি।
কালো রাতের শীতল আঁধারে
মেঘনা নদীর ভাঙা তীরের বাঁকে বাঁকে
অলস ক্লান্ত চোখের জলে খুঁজেছি।
আশার ফুল ফোঁটবে বলে
বসন্তেরকোকিল গান গেয়ে মরে মরে,
ডাহুকের ডাকে রক্তস্রোতে খুঁজেছি।
পাপিয়ার বিধ্বংসী পাপিষ্ঠ ডাকে
কিশোরী বউয়ের আঁচলের গন্ধেগন্ধে
নিশীথনিবিড় হাসনাহেনায় খুঁজেছি।
সুখের পায়রার নীড়-খোপে
জারুল-টগর-পলাশ কিংবা বইঁচি বনে বনে,
মাঝিমাল্লার গলাছাড়া গানে খুঁজেছি।
ধানের ছড়ার প্রতিটি ধানে
জমে থাকা কাঁচা শুভ্রজ্যোৎস্নার ভাঁজে ভাঁজে
কৃষকের গায়ের ঘামে খুঁজেছি।
কোথাও যেন খুঁজে পাই না,
বাক্যজাল কোন এক বোধহীন ঝড়ে ঝরে
ভেঙে খণ্ড খণ্ড হয়ে যায়।
বাক্য থেকে শব্দ ছিঁড়ে পড়ে,
ভাব-তাল হারিয়ে জৈষ্ঠ্যের মিষ্টি তাপে তাপে
নিশ্চুপ বর্ণগুলো লীন হয়ে যায়।
১৯ই পৌষ ১৪২৪
নারায়ণগঞ্জ