মশা

মশা
___নিয়াজ মাহমুদ

কখন থেকে অসার ছিলাম
খেয়াল করিনি ভাই।
হাতে আমার মুঠোফোন আছে
গতরেতে জামা নাই।

নিজের গায়ে নিজেই মারি
কষিয়ে,কষিয়ে চর।
গুন-গুন-গুন শব্দে মাতাল
ফালতু কবির ঘর।

তার সাথে বাজে চটাস চটাস
নিজের হাতের চর।
তবুও চলছে কবিতা লেখা
থামেনা লেখনী আর।

আমি লেখিলাম দু-এক পাতা
মশায় লিখেছে বই!
ওরে ছাগল,কবিতা পাগল
তোর মশারি কই?

মশারি বাদে সংক্ষেপে আমি
কয়েল খানি জ্বালাই;
মশারা কয় পাগল-ছাগল,
কয়েল আমরা বানাই।

মশার গায়ে কিল দিয়েও
কিল খেয়েছি নিজে।
বুঝিলাম শেষে কবিতা নয়
আমিই ছিলাম বাজে।

এ যেন মশার উৎপাত নয়
চিরসত্য উপদেশ।
সব ভালকাজে আগেই গড়িও
সুন্দর পরিবেশ।

0.00 avg. rating (0% score) - 0 votes