বুইড়্ড়া ব্যাডা

বুইড়্ড়া ব্যাডা
___নিয়াজ মাহমুদ

মোগো দ্যাশে বুইড়্ড়া ব্যাডা
আবুল কাশেম ইছু;
হেই বেডাউগ্গা বিড়ি ছাড়া
আর বোজেনা কিছু।

বারো মাইস্সা কাশের ব্যারাম
খাইছে ব্যাডাউগ্গারে;
হক্কর হক্কর কাশের চোডে
হাড্ডি-খুড্ডি লড়ে।

ঐ ব্যাডারে কত কইছি
বিড়ি খাওয়া ছারো;
হেই বেডায় কয়, ওরে মেয়া
চুপ থাকতে কি পারো।

বাফে খাইছে, দাদায় খাইছে
মোরাও এ্যাহন খাই,
এইয়া এ্যাহন ক্যামনে ছারি
ছারার সাইদ্য নাই।

আমি কইছি বুইড়্ড়া তোমার
চাইয়া দ্যাহো গায়,
হারাডা দিন কাশতে-কাশতে
লোঙ্গী খুইল্লা যায়।

ঐ ব্যডায় কয় খোলে খুলুক
কিছুই আমার নাই;
ষাইট বৎসরে বুড়া হইছি
আর কইওনা ভাই।
______________
কবিতার ধরণ: আঞ্চলিক।
উপদেশ: ধূমপান করনা।

0.00 avg. rating (0% score) - 0 votes