ছোট গাঁয়ে ছোট দিঘি
লক্ষ্মণ ভাণ্ডারী
ছোট গাঁয়ে ছোট দিঘি ছোট ঘর আছে,
ছোট ছোট পাখিসব ডাকে গাছে গাছে।
ছোট ছোট ফুল ফোটে কুসুম কাননে,
ছোট গাঁয়ে ছোট বাড়ি হেরি দু’নয়নে।
ছোট গাঁয়ে ছোট গাছ, রাঙা মাটি পথে,
সারাদিন লোক চলে আসে দূর হতে।
ছোট গাঁয়ে ছোট গলি সরু পথ বাঁকে,
ছোট ছোট শিশু সব ধূলা মাটি মাখে।
ছোট গাঁয়ে ছোট নদী সরু বালি চর,
শঙ্খ চিল দেয় ডাক মাথার উপর।
মাঝিভাই ভাটিয়ালি গান গেয়ে চলে,
বেয়ে যায় নাওখানি অজয়ের জলে।
ছোট গাঁয়ে থাকি মোরা সবে একসাথে,
ছোট গাঁয়ে ওঠে রবি সোনালী প্রভাতে।