মহাত্মা মুজিব

মহাত্মা মুজিব
লেখাঃ অনিক শিকদার

প্রাচীন বাঙ্গালি সভ্যতার আধুনিক প্রতিষ্ঠাতা
তুমি অমরাত্মা সেই শেখ সাহেব।
জাতির জনক, জাতির পিতা, অন্ধের কাণ্ডারি,
টুঙ্গিপাড়া জন্ম তোমার সারা বিশ্ব বাড়ি।
আইনের তুমি ছাত্র নহে, তুমি আইন প্রণেতা
একরাতের সংবিধান তোমারই সাধ্যের কথা।
তোমার নীতি মুজিববাদ, কল্যাণময় রাষ্ট্র,
জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষতা, গণতন্ত্র আরো সমাজতন্ত্র।
পূর্ব পাকিস্তানকে বাংলাদেশ করেছ, আছে কার সাধ্য?
বঙ্গবন্ধু উপাধি তোমারই শুধু ভাগ্য।
ছয় দফা আর এগারো দফা শিখিয়েছিলে তুমি,
লাহোর-আগরতলা-ফাঁসি সব তুচ্ছ হয়েছিল জানি।
অসহায়ের আন্দোলন করে হলে জ্ঞানাঙ্গন ত্যাজ্য,
স্বাধীনতার ঘোষক তুমি সর্বজন স্বীকৃত।
জানতেনা তুমি জাতিকুলভেদ ভবে কারে কয়,
তুমি পিতা চির অম্লানকুসুম, রবে চির অক্ষয়।
সফল নেতা, সফল পিতা, সফল তোমার দেশপ্রেম,
মার্চের সেই বাঘের গর্জন আজও জীবন্ত উদ্যম।
সন্তানের মুখে চেয়ে কারাবরণ নিলে মাথা পেতে,
আমরা কি পেরেছি আজও অগাস্টের দাম দিতে?
তাজা রক্তে কলঙ্কিত হল আমার পবিত্র মা,
তখনো হয়তো কাঁচা ছিল হানাদারের দেয়া ঘা।
কী ছিল অপরাধ জাতি আজও জানেনা
বোবাকান্না কেঁদেছি কত মন আর মানে না।
তোমার ঔরসে পৃথিবীগর্ভে জন্মেছে বাংলাদেশ,
পাওনাকড়ি কে মিটাবে? কার আছে সাহস?
তোমার পদে অঞ্জলি পিতা লও হে করুণা করে,
মুক্তির দিশা আছো আজও জেগে ঝড়োরাত্রি ভোরে।
তোফায়েল আহমেদ উপাধি দিল তুমি ‘বঙ্গবন্ধু’
আমি বলি পিতা- “তাঁর মুখে ফুল-চন্দন পড়ুক।”
ধানমন্ডি বত্রিশে পিতা কেন বদ্ধধারণা হয়ে রবে?
বিশ্ববিজয়ী পিতা আমার আছে সবার অন্তরে।
তোমার শিক্ষা ভেসে চলে যায় আমার চারপাশে,
চোখ বুজি দিনেরাতে পিতা তোমায় দেখার আশে।
কে বলে পিতা নেই আমার বৃত্তভবপারে?
‘মহাত্মা’ নামে আছে মুজিব সকল প্রাণের প্রাণে!

৫ অগ্রহায়ণ ১৪২৪
নারায়ণগঞ্জ

0.00 avg. rating (0% score) - 0 votes