বাংলার হিরণ্ময় বিজয় ।।। শফিক তপন
১৬ই ডিসেম্বর ২০১৭
——————
আমাদের মনেমনে ক্ষনেক্ষনে
দোলা দেয় মহান বিজয়ের ঐ বিকশিত সূর ।
সেই সুরেসুরে বাংলার অন্তপুরে
মায়ের আঁচল জুড়ে ঐ বিজয়ানন্দে ভরপুর ।
১৬ই ডিসেম্বরে জয় ঘরেঘরে
দিবসটিকে কখনও পারিনা থাকিয়া ভুলিতে ।
বাংলার আজ নব নব সাজ
লাল সবুজ রঙে সাজে স্বাধীনতার তুলিতে ।
বাংলাদেশ হাই কমিশনাঙনে
সবার মনেমনে মহান বিজয়ের আনন্দধারা,
এই অনুষ্ঠানে ভরা নাচে গানে
সেই সাথে ভোজায়োজনে আজ মাতোয়ারা ।
সেই ১৬ই ডিসেম্বর ১৯৭১ সালে
এক স্মরণ কালে সোনার বাংলার অভ্যুদয়,
সেই বিজয়ের ধ্বনি ও প্রতিধ্বনি
উঠে রণি ঐআকাশে বাতাসে সারা বিশ্বময় ।
যুগেযুগে উদ্ভাসে মহা অভিলাষে
ডিসেম্বর মাসে দেশে বিদেশে সেই জয়গান,
বারবার হিল্লোলিত ক্যানবেরার
বাংলাদেশী অস্ট্রেলিয়ান সহ সকলের প্রাণ ।
বিজয়ের আনন্দে নাচি সানন্দে
সোনার স্বাধীন বাংলাদেশ আমাদেরই বুকে,
আপন করিয়া রাখিব যে ধরিয়া
পরম যতনে লালন করিয়া বাঁচিব চির সুখে ।