ক্রিসমাস আগমনী
Christmas Agomoni
লক্ষ্মণ ভাণ্ডারী
(Song of welcoming of Lord Jesus Christ)
(প্রভু যীশুর আগমন গীতি)
We are for the Lords
Not for others,
We are for the Lords
And so for others.
আমরা প্রভু যীশুর জন্য
অপরের জন্য নই।
আমরা প্রভু যীশুর জন্য
তাই সবার জন্যই।
(Arrival Slokas) (Song of Poem)
(আগমনী স্তুতি)
সদাপ্রভু যীশুতে যারা বিশ্বাস করে তারা মরে না
কিন্তু অনন্ত জীবন পায়।
(Song of Poem)
(গীতি কবিতা)
কান পেতে ঐ শুনি
গীর্জায় ঘণ্টার ধ্বনি
ক্রিসমাস এসে গেল কাছে,
দুই দিন বাকি আর,
পুলকেতে সবাকার
হৃদয় আর মন তাই নাচে।
বড়ো দিনের ছুটিতে,
কেহ যায় পুরীতে,
কেহবা করে বিদেশে ভ্রমণ,
পঁচিশে ডিসেম্বরে,
পূর্ণ নব কলবরে,
প্রভু যীশুর ধরায় আগমন।
গীর্জার সম্মুখভাগে,
ক্রিসমাস ট্রি রাখে,
রাতে সেথা জ্বলে কত আলো,
এসো প্রভু ধরামাঝে,
নব রূপে নব সাজে
মুছে দাও জগতের যত কালো।
দেখো ওই গীর্জা ঘরে
ঘণ্টা বাজে মধুর স্বরে,
দিকে দিকে শুনি তাঁর আহ্বান।
এসো পরমপ্রেমময়,
ধর্মে যেন মতি হয়,
এসো প্রভু পুনর্বার এই ধরাধাম।