তোমার আমার প্রেম
লেখাঃ অনিক শিকদার
তোমার নাকের ভাঁজের ঘামে
আমার বিসর্জনের ঋণ,
তোমার আঁখিপল্লব খুললে বলে
আমার আকাশ রঙিন।
তোমার স্বপন ধরাই কাঁপন
আমার বুকের জমিন,
তোমার বদন অঘুম কাতর
আমার কায়া মলিন।
তোমার চুলে আঁধার নামে
আমার ব্যস্ততম দিন,
তোমার আঁচল হাওয়ায় ভাসে
আমার দুঃখ বিলীন।
তোমার হাসিতে মুক্তা ছড়াই
আমার হৃদয় গহিন,
তোমার নূপুরের মাতাল ধ্বনি
আমার প্রাণ-সাপুড়ের বীণ।
তোমার চলন যেন যমুনার ঢেউ
আমার শরাবি ভুবন,
তোমার একটু বিদায় মনে হয়
আমার বিষাক্ত মরণ।
৫ই পৌষ ১৪২৪
নারায়ণগঞ্জ