ওগো প্রভু
লেখাঃ অনিক শিকদার
খেলিছ এই বিশ্ব লইয়ে
ওগো মোর প্রভু,
দেখাও মোরে সহজ পথ
যদি ভুলি কভু।
আমি অসহায় দিয়ো সহায়,
তুমি বিনে বলো কোথা যায়।
আমি অন্ধজন কালো ভুবন,
তুমিই জানো কেন কাঁদে মন।
সত্য সাধন দিবে কি গো
যদি ভুলি কভু,
খেলিছ এই বিশ্ব লইয়ে
ওগো মোর প্রভু।
আমি তো পাপী করিয়ো পার,
হাশর মাঠে দিয়ো পানাহার।
নবীর শাফায়ত করিয়ো নছিব,
নবীই আমার আঁধারে প্রদীপ।
পুলসিরাতে রক্ষা করো
ওগো মোর প্রভু,
দেখাও মোরে সহজ পথ
যদি ভুলি কভু।
খেলিছ এই বিশ্ব লইয়ে
ওগো মোর প্রভু,
দেখাও মোরে সহজ পথ
যদি ভুলি কভু।।
৫ই পৌষ ১৪২৪
নারায়ণগঞ্জ