শীতের সকাল

শীতের সকাল

লক্ষ্মণ ভাণ্ডারী

 

শীতের রাতে            ঘুমায় সবে

শীতের কাঁথা মুড়ে,

পূবের রবি             উঠলো হেসে

দূরে পাহাড় চূড়ে।

 

খেজুর গাছে             চড়ছে কেহ

বাঁধছে মাটির হাঁড়ি,

মাঠের থেকে           ধান বোঝাই

আসছে গোরুর গাড়ি।

 

পুকুর পাড়ে            মায়ে ও ঝিয়ে

করছে ঝগড়া খুব,

দিঘির জলে             মরাল ভাসে

পানকৌড়ি দেয় ডুব।

 

দিঘির ঘাটে            বধূরা চলে

কলসী লয়ে কাঁখে,

বাঁশ বাগানে           ঝোপের আড়ে

মুরগীরা সব ডাকে।

 

আকাশ জুড়ে            আলোর খেলা

ছড়ায় কিরণ রবি,

ফুলের বনে             ফুল ফুটেছে

দেখি সুন্দর ছবি।

 

সবুজ গাছে          পাখিরা ডাকে

হৃদয়ে পুলক জাগে,

ঘন কুয়াশা           ভুবন জুড়ে

আকাশে রং লাগে।

0.00 avg. rating (0% score) - 0 votes