আমাদের গ্রামখানি
লক্ষ্মণ ভাণ্ডারী
আমাদের গ্রামখানি অজয়ের পারে,
সবুজ ধানের খেত পথের দুধারে।
রাঙাপথে লালধূলো গাছে ডাকে পাখি,
ছোট গাঁয়ে মোরা সবে সদা সুখে থাকে।
এ গাঁয়ের মাঝখানে গোয়ালা পুকুর,
সামনে অজয় নদী নয় বহু দূর।
সকালে বিকালে রোজ রাঙাপথ দিয়ে,
গাঁয়ের বধূরা ঘরে যায় জল নিয়ে।
এ গাঁয়ের চৌমাথায় কালীর মন্দির,
অমাবস্যা রাতে সেথা জমে বহু ভিড়।
সন্ধ্যায় আরতি হয় ঢাক ঢোল বাজে,
সাঁঝের সানাই বাজে এ গাঁয়ের মাঝে।
রাত কাটে ভোর হয় গ্রাম উঠে জেগে,
রবি উঠে ফুল ফুটে রঙ লাগে মেঘে।