প্রভাতে অরুণ রবি

প্রভাতে অরুণ রবি

লক্ষ্মণ ভাণ্ডারী

 

প্রভাতে অরুণ রবি উদিল গগনে,

ছোট ছোট ফুল ফুটে কুসুম কাননে।

পাখি সব গীত গায় তরুর শাখায়,

ছোট ছোট আছে ঘর শীতল ছায়ায়।

 

রাঙা পথে দুইধারে আমের বাগান,

গ্রাম সীমানার পাশে গোরুর বাথান।

রাখাল গরুর পাল নিয়ে মাঠে যায়,

বাজায় বাঁশের বাঁশি বসি তরু-ছায়।

 

গাঁয়ের পথের বাঁকে তালদিঘি আছে,

পাড় তার সারি সারি ভরা তালগাছে।

মরাল মরালী ভাসে পানকৌড়ি আসে,

দিঘির শীতল জলে সোনা রোদ হাসে।

 

তরীখানি আছে বাঁধা অজয়ের চরে,

কূলে বসি সাদা বক ছোট মাছ ধরে।

অজয়ের দুইপাড়ে ছোট ছোট গ্রাম,

মাঝখানে বয়ে চলে নদী অবিরাম।

 

অজয় নদীর ধারে ছোট মোর গাঁয়,

সবুজ তরুর শাখে পাখী গীত গায়।

0.00 avg. rating (0% score) - 0 votes