গাঁয়ে আছে ছোট ঘর
লক্ষ্মণ ভাণ্ডারী
গাঁয়ে আছে ছোট ঘর কলার বাগান,
প্রভাতে পাখিরা সব করে কলতান।
আমগাছ জামগাছ তাল ও সুপারি,
নারকেল খেজুরের গাছ সারি সারি।
রাঙাপথে দুইধারে খেতভরা ধান,
মধুর বাঁশির সুরে রাখালিয়া গান।
সবুজ ডাঙায় চরে গোরু ও বাছুর,
সামনে অজয় নদী নয় বহু দূর।
অজয়ের খেয়া ঘাটে যাত্রীদের ভিড়,
নদীতটে রোদ হাসে শীতল সমীর।
তরীখানি ভেসে চলে অজয়ের জলে,
মনমাঝি বৈঠা বায় তরী আনে কূলে।
গাঁয়ে আছে ছোট ঘর মাটির উঠান,
ফুল ফুটে বাগিচায় পাখি গায় গান।