অামার বলা এলোমেলো কথা
তোমার হৃদয়ক্ষরন।
তোমার দেয়া সান্ত্বনাটুকু অামার দুঃখবরণ।
দাঁতে দাঁত চেপে ধরায় শব্দ কটমট।
বুঝলাম অামি উল্টো পথে তুমি ।
খেলাম হোচট।
তুমি ফিরলে অামার পথে
অামি তখন অন্যদিকে।
জ্ঞানী গুনি উক্তি তোমার ।
মৃদু রাগী যুক্তি অামার।
অামার হৃদয়ে টানালে তোমার শ্রদ্ধার দেয়ালিকা।
অামি তখন পদপিষ্ট করি গোলাপ, জবা , মল্লিকা।
অামার কথায় তুমি স্তব্ধ, তুমি তখন রোবট।
বুঝলাম অামি ভুল বুঝেছো তুমি ।
অাবারও খেলাম হোচট।
তুমি বললে সরি
তখন বড্ড দেরী।
তোমার দেয়া সান্তনাটুকু অামার দুখের কারন।
ব্যাকরণের একটু ভুল তোমার হৃদয়ক্ষরণ।v