আকাশপারে পশ্চিম কোণে
লক্ষ্মণ ভাণ্ডারী
আকাশ পারে পশ্চিম কোণে,
সূর্যি ডোবে ঐ দূর গগনে।
পাখিরা সব ফিরে বাসায়,
গাঁয়ে বাজে সাঁঝের সানাই।
মিলিয়ে গেল দিনের আলো,
নামল গাঁয়ে আঁধার কালো।
তাল-খেজুর গাছের আড়ে,
লুকোয় পেঁচা বন বাদাড়ে।
শাল পিয়াল বনের মাঝে,
বাঁশির সুরে মাদল বাজে।