তুমি আমার সোনার তরী

তুমি আমার সোনার তরী   ॥  শফিক তপন 

তোমায় ছাড়া
অন্য কিছুই চাওয়ার নাই,
তোমার মুখে
তাকিয়ে আমি সবই পাই ।

তুমি আমার
নদীর ঘাটের সোনার তরী,
তরীর বুকে
শক্তহাতে আমি বৈঠা ধরি ।

সোনার তরী
নদীর ঐ বুকে ঢেউ তোলে,
ঢেউয়ের মত
বুকের ভিতর মনটা দোলে ।

সোনার তরী
নিয়ে যায় স্বপ্নের ঐ দেশে,
প্রেমের পথে
নির্বিঘ্নে ছুটছে অনিমেষে ।

তোমায় নিয়ে
ছোট্ট এজীবন খানি গড়ি,
স্বপ্নে রাঙানো
তুমি আমার সোনার তরী ।
——- শফিক তপন
৩রা ডিসেম্বর ২০১৭ইং

0.00 avg. rating (0% score) - 0 votes