নদীর কাছে জোড়া বটতলা

নদীর কাছে জোড়া বটতলা

লক্ষ্মণ ভাণ্ডারী

 

নদীর কাছে                 জোড়া বটতলা

কদম খণ্ডীর ঘাট,

প্রতি রবিবারে             নদীর এপারে

সেথা বসে এক হাট।

 

কলসী বোঝাই            গোরুর গাড়ি

চলে রাঙা মাটি পথে,

ওপারের লোক           এপারেতে আসে

বহু দূর গ্রাম হতে।

 

রবিবার দিনে             হাটেতে আজ

বহু লোক এসে জুটে,

মাথায় লয়ে           সব্জির বোঝা

হাটুরেরা আসে ছুটে।

 

সারাদিন ধরে            বেচাকেনা চলে

ক্রেতা বিক্রেতার ভিড়ে,

এখো গুড়ের           মাটির কলসী

রাখে অজয়ের তীরে।

 

রবিবার দিনে             হাট বসেছে

ক্রেতাদের আনাগোনা,

মাল বেচাকেনা          করে দরাদরি

হট্টগোল যায় শোনা।

 

তেল চিনি আটা            হাঁসমুরগী পাঁঠা

সব বিক্রি হয় হাটে।

কেউবা এনেছে            ধামা কুলো ঝুড়ি

অজয় নদীর ঘাটে।

 

কেউবা আসে            কেউ চলে যায়

কেইবা তা মনে রাখে,

ক্রেতাদের ভিড়ে         কথা কাটাকাটি

বিক্রেতারা জোরে হাঁকে।

 

সাঁঝের বেলা            ভেঙে যায় হাট

সবে ফিরে যায় ঘরে,

আঁধার নেমেছে          নির্জন হাটেতে

অজয়ের নদী চরে।

0.00 avg. rating (0% score) - 0 votes