ছোট গাঁয়ে ছোট নদী

 

ছোট গাঁয়ে ছোট ঘর ছোট ছোট গাছ,

ছোট ছোট দিঘিজলে খেলে ছোট মাছ।

ছোট ছোট ফুলগাছে ছোট ফুল ফোটে,

ছোট গাঁয়ে প্রতিদিন পূবে রবি ওঠে।

 

ছোট গাঁয়ে ছোট ঘর ছোট ছোট পাখি,

প্রভাত সময়ে ওঠে কিচিমিচি ডাকি।

ছোট ঘরে আঙিনায় ছোট শিশু খেলে,

ছোট ছোট পাখি ওড়ে ছোট পাখা মেলে।

 

ছোট গাঁয়ে ছোট নদী অজয়ের চরে,

সাদা বক চরে বসে ছোট মাছ ধরে।

অজয় নদীর পারে ছোট ছোট গ্রাম,

ছোট নদী বয়ে চলে নাহিক বিরাম।

 

ছোট গাঁয়ে ছোট ঘর ছোট আঙিনায়,

বাটি হাতে ছোট শিশু গুড় মুড়ি খায়।

0.00 avg. rating (0% score) - 0 votes