গাঁয়ের তালদিঘি

গাঁয়ের তালদিঘি

লক্ষ্মণ ভাণ্ডারী

 

আমাদের গাঁয়ে আছে ছোট তালদিঘি,

রবির কিরণে জল করে ঝিকিমিকি।

পাড়ে আছে তাল আর খেজুরের গাছ,

সাদা বক পাড়ে বসে ধরে ছোট মাছ।

 

নাম তার তাল দিঘি সুশীতল জল,

ছেলেরা সাঁতার কাটে করে কোলাহল।

কেহবা গামছা পরে আধ গলা জলে,

তেল মেখে চান করে ঘরপানে চলে।

 

তাল পুকুরের ঘাটে পড়ে আসে বেলা,

পায়রার ঝাঁক এসে পাড়ে করে খেলা।

লুকায় সোনার রবি সোনা ধান খেতে,

সাঁঝের আঁধার নামে আমার গাঁয়েতে।

 

তাল পুকুরের ঘাটে কালো অন্ধকার,

জোনাকিরা ওঠে জ্বলে সেথা চারিধার।

0.00 avg. rating (0% score) - 0 votes