বাংলার মাটি

বাংলার মাটি

লেখাঃ অনিক শিকদার

 

বাংলার মাটি সোনাখাঁটি

পরতে পরতে মিষ্টি ঘ্রাণ,

বাংলার মাটি মোর ঘাটি

পলকে পলকে জাগে প্রাণ।

বর্ষায় ভিজে কাদামাটি

গলতে গলতে হয় ম্লান,

চৈত্রের রোদে পুড়ে খাঁটি

জ্বলতে জ্বলতে গায় গান।

 

বাংলার মাটি জৈব-খাঁটি

ফসলে ফসলে ভরে মাঠ,

বাংলার মাটি বাঙ্গি-ফুটি

সকাল বিকাল পড়ে ভাট।

 

 

১২ অগ্রহায়ণ ১৪২৪

সোহাগপুর

0.00 avg. rating (0% score) - 0 votes