☆✧☆মায়াবী তুমি☆✧☆
-পবিত্র রায়
প্রেম কী বুঝিনিতো আমি,
বলতে পারি আমায় প্রেম শিখিয়েছ তুমি ৷ বলবে তুমি আমি শিখিয়েছি এটা হবার নয়, বলব আমি তুমিতো মায়াবী তাই কি নয় ? প্রেম কি এটি নয়?
যাতে আনন্দ,আবেগ,ছলনা সবি রয় ৷
জানি নাতো আমি পরেছি তোমার প্রেমে, তবুও তোমায় পাওয়ার আশায় রইনিকো থেমে ৷
আমার মনের যে চিৎকার বইছিল ক্ষনে ক্ষনে, বোজাবো তোমায় আমি কেমনে?
জীবন কাটাবো শুধুই তোমায় দেখে এ ছিল মনে,
তাইতো তোমায় বুঝাতে চেয়েছিলাম একটি বিশেষ দিনে ৷
বুৃঝেছি
তখনি তুমিও জানো আমার মনের ভাষা,
হৃদয় থেকে বলব আমি তোমায় যাহা কথা ৷
তখনি বুজলাম তোমার পরিচয়,
বুঝালে তুমি আমায় সবাইতো এমন নয় ৷
আমি চেয়েছি শুধু তোমায়,
হয়তো তুমিও ভেবেছ আমায় ৷
কিন্তু কি এমন হল,
তুমিই তবে আমায় বল ৷
শুধু তুমিই রবে আমার ঘরেতে,
তোমায় আমি পারিনা আলাদা করতে ৷
তবুও তুমি চলে গেলে অন্যের ঘরে,
আমিও চেয়ে রইলাম তোমার তরে ৷
ভাবছি গোপনে এখন,
তুমি তো অসাধারন ৷
জিতিয়ে দিয়েছো আমায়,
তবুও কেনো যানি ভুলতে পারিনা তোমায় ৷
তুমিতো এমন মেয়ে নও,
নও কোন তুচ্ছ রমণী
সত্যই মায়াবী তুমি ৷
তাং-২২.৪.১৭ইং