গান শুনাব বলে
লেখাঃ অনিক শিকদার
তোমাকে গান শুনাব বলে,
কাঠবিড়ালি আর জোনাকির হাট বসিয়েছি।
সাথে বাটাভরা পান এনেছি।
তোমাকে গান শুনাব বলে,
চাঁদেকলঙ্ক আর অমাবস্যাতিথি মুছে ফেলেছি।
পাছে তুমি অভিমান কর যদি!
তোমাকে গান শুনাব বলে,
মধুমাসের ফাগুনে নীলাভ আগুন জ্বালিয়েছি।
তুমি নীলের খুঁজ কর যদি।
তোমাকে গান শুনাব বলে,
নদীর মাঝি আর স্রোত বন্ধ করিয়েছি।
আর বিধাতার সাথে আড়ি!
তোমাকে গান শুনাব বলে,
হাতে গিটার আর মুরলী নিয়ে সপ্তসুর সেধেছি।
তালে ভুল হয়ে যায় যদি।
তোমাকে গান শুনাব বলে,
দক্ষিণা বাতাসে শিউলির সুগন্ধি মিশিয়েছি।
পারিজাত ফুলও এনেছি।
তোমাকে গান শুনাব বলে,
পাহাড়ি ঝর্ণাধারা আর জোয়ারকে থামিয়েছি।
ভাটার অস্তিত্ব উজান চরে দিয়েছি।
তোমাকে গান শুনাব বলে,
ময়ূরপঙ্খি আর ময়নাপাখি দাওয়াত করেছি।
তাদের নৃত্য-গীত অনুশীলন করেছি।
তোমাকে গান শুনাব বলে,
আমি রক্ত জবার শপথ করেছি,
কদলীপুষ্পের বরণডালা সাজিয়েছি।
শুধু তোমাকে গান শুনাব বলে।।
১০ অগ্রহায়ণ ১৪২৪
নারায়ণগঞ্জ