শীতের স্বপ্নকাব্য

শীতের স্বপ্নকাব্য
লেখাঃ অনিক শিকদার

তুর হাতে হাত রেখে পাশে পাশে চলা,
দু একটা দুষ্টুমি আর স্বপ্নগল্প বলা।
কোন এক ভোরে তিতাস পাড়ে হেটে বেড়াব,
যখন ক্লান্তিবিনোদন শেষ হবে তখন চুপসে রব।
তুই আর আমি,
এক চাদরে গা ঢাকা দিয়ে কুয়াশে দেখব।
গাঁও-গ্রামের শক্ত ব্লকের উপর বসে
শীতের ভয়ে ধরবে আমায় কষে,
হয়তো আমি যেতাম তোমাতে মিশে
সুর্য মামা জেগেই গেল শেষে।

আমি ধীরেসুস্থে তোমার চুলের বাঁধন খুলে দিলাম,
খোঁপার সূর্যমুখী তিতাসের জলে,
কুয়াশারা মায়াকান্না কেঁদে ফিরে যায়,
আমাদের তখনো দেখা হয়নি তিতাসের নদীতল,
জানা হয়নি প্রণয়িনী তিতাসের কত জল,
চোখে-মুখে অস্ফুটবাকের আহতাবস্থা,
ধবল বকগুলো ক্রমশ দখল করে নিচ্ছে তীরভূমি!
আমাদের আশ্রয় হবে শুভ্র কুহেলিকা,
উত্তরীয় বায়ু ভাসিয়ে নিয়ে যাবে পৃথিবীপ্রান্তে,
হয়তো আবার, এক চাদরে কুয়াশা দেখব অন্য কোন শীতে।।

৭ই অগ্রহায়ণ ১৪২৪
নারায়ণগঞ্জ

0.00 avg. rating (0% score) - 0 votes