প্রভাত সময় কালে

প্রভাত সময় কালে

লক্ষ্মণ ভাণ্ডারী

 

প্রভাত সময় কালে উদিত তপন,

শাখে শাখে পাখি সব করিছে কূজন।

গরু নিয়ে মাঠে চলে গাঁয়ের রাখাল,

মাঠেমাঠে বেলা কাটে সকাল বিকাল।

 

তাল সুপারির গাছ আছে চারিধার,

আম কাঁঠালের বন গাঁয়েতে আমার।

রাঙাপথে ধূলো ওড়ে চলে গরুগাড়ি,

ধান খেতে বনটিয়া ওড়ে সারি সারি।

 

অজয়ের খেয়াঘাটে যাত্রীদল আসে,

নৌকা চলে সাদাপাল উড়িছে বাতাসে।

গান গেয়ে মাঝি ভাই নৌকা বেয়ে যায়,

ওপারেতে নৌকা এসে থামে কিনারায়।

 

দুই পারে ছোট গ্রামে ছোট ঘর আছে,

পাখি সব গীত গায় ফুল ফোটে গাছে।

0.00 avg. rating (0% score) - 0 votes