প্রভাত রবি ছড়ায় কিরণ

প্রভাত রবি ছড়ায় কিরণ

লক্ষ্মণ ভাণ্ডারী

 

প্রভাত রবি           ছড়ায় কিরণ

পূব আকাশের গায়,

বিহগ সকল         করে কোলাহল

বসি তরুর শাখায়।

 

ফুলের বনে          ফুলের কলিরা

একে একে সব ফুটে,

ফুলের গন্ধে         বাতাস ভরে

মধুকর আসে ছুটে।

 

রাঙাপথের          দুধারে দেখি

মাঠে মাঠে সোনা ধান,

সকাল হলে         চাষীরা সকলে

ধান কাটে গেয়ে গান।

 

গাঁয়ের বধূ           কলসী কাঁখে

জল নিয়ে ঘরে যায়,

শঙ্খচিলেরা           পাখা মেলে উড়ে

দূর আকাশের গায়।

 

অজয়ের ঘাটে        নৌকাটি বাঁধা

নদীর শীতল জল,

নদীর বাঁকে          আসে ঝাঁকেঝাঁকে

শালিক পাখির দল।

 

ধবল বলাকা          নদীকূলে বসে

ছোট ছোট মাছ ধরে,

দিনের শেষে          সূর্য্যি লুকায়

অজয় নদীর চরে।

0.00 avg. rating (0% score) - 0 votes