মানুষ
মোঃ জাহাঙ্গীর আলম
হাজার সৃষ্টির মাঝে মানুষ বিধাতার সেরা সৃষ্টি
বিধাতা তারে দিলেন বিবেকবুদ্ধি আর অসাধারন দৃষ্টি।
জগতে তুমি অপরুপ, তুমি বিস্ময়, তুমি অমূল্য
তুমি জগত সেরা নেই কিছু তোমার তুল্য।
ক্ষনে ক্ষনে দিনে দিনে বেড়েছে তোমার দায়িত্ব
মানুষ বলেই অন্যের প্রতি তোমার এত মমত্ব।
তোমার উপকারে নেই বলে অন্যের মন
তুমি অন্যের উপকার না করে থাকবে কতক্ষণ।
তুমি মানুষ তোমার আছে বিবেকবুদ্ধি চিরন্তন
অন্যের ক্ষতি কি করে করবে তুমি সাধন।
তুমি আজ কোন পথে? ভুলে গেছো তোমার বীরত্ব
কি করে ভুললে তুমি? নেই কি তোমার মনুষত্ব?
তবে আজ তুমি মানুষ নও? হয়েছে তোমার মরণ
আবার তুমি মানুষ হও, নতুবা থামবে না রক্ত হরণ।
মানুষ তুমি শোন নাই তোমার পরিচয়?
নিজেকে উজার করে পরের উপকারেই তোমার বিজয়।