তবুও আমি তোমাকে চাই
মোঃ জাহাঙ্গীর আলম
তোমাকে আমার রাজ্যের রাণী করার সাহস আমি কোথায় পাই
তোমাকে স্পর্শ করার স্পর্ধা আমার নাই
তবুও আমি তোমাকে চাই।
তুমি ছাড়া আমার হয় যেন শতবার মরন
তুমি হীনে আমায় জ্বালায় শুধু দহন
তুমি ছাড়া আমার সর্বাঙ্গে আশিবিষের নীলদংশন
অনুচক্রিকা কাজ করে না শুধু হয় রক্ত ক্ষরণ।
শত চেষ্টা করেও পারিনি বোঝাতে, কি করে তোমায় বোঝাই
তবুও আমি তোমাকে চাই।
তোমার জন্য প্রশান্ত মহাসাগর পাড়ি দিয়ে হাজার মাইল যাই
তুমি চাইলে আকাশ বাতাস সাগর নদী সব পাল্টাই
তবুও আমি তোমাকে চাই।
তোমাকে ছাড়া অঙ্গ আমার রক্ত শূন্য পৃথিবীর সব হয় ছিন্ন ভিন্ন
তোমাকে পাওয়ার আশায় শত কষ্ট হয়েছে সামান্য
কি করে আমি তোমায় শোনাই
তবুও আমি তোমাকে চাই।
তোমার জন্য শূন্যলোকে মেঘের সাথে বৃষ্টি হয়ে ভেসেছি
সাত রাজ্য পাড়ি দিয়ে তোমার কাছে এসেছি
কি করে আমি তোমায় জানাই
তবুও আমি তোমাকে চাই।
শত চেষ্টা করেও হাজার বছর পরেও তুমি আমার হও নাই
আজ বাঁজবে তোমার বিয়ের সানাই
তবুও আমি তোমাকে চাই।